latest articles

Thanks you my Dear


I am grateful to you for ignoring me on that day. I haul myself to my new showed character. When you first try to walk along the little finger when the mother's mother, and gave up his hands at a time! I was moved to tears during the fear of a phupiye. The pain was so small when he fell, it must not be understood. That's what I was afraid of? I do not know ... I still cry when you see the little one the same question arises in my mind! But the answer is still unknown .... The mother went away for a while and said - "income income parents" ... I was very distressed mother ran and went to fly there. On that day, she taught me to walk alone. Just days later, so I am grateful to my mother ... → _ When you say "You are not worthy of me," he preferred to go away with a smile on the other hand. He's never forgotten, and will not cry like a coward. "I can not live without you, can not live," ... saying these fake his own existence, not an insult. Mother taught you to walk. Sahasatuku store of his own faults and filled the back of the leg. → No one on earth is not dependent on anyone in particular. You come here, alone, alone, will be gone. Some time in the middle, like a stage play. Where happiness for some time now, the cry to be played. If you receive an applause acting in bad, the people will have to bear reproach. So prepare yourself in a way that 1 person is not acceptable to just stay out of his life, when you think that your life is not in vain ....

In Bangla.......................................

আমি তোমার কাছে কৃতজ্ঞ সেদিন আমাকে অবহেলা করার
জন্য। তোমার তিরস্কার ই আমার কাছে নিজেকে নতুন করে
চিনিয়েছে।
ছোট বেলায় মায়ের আঙ্গুল ধরে যখন প্রথম হাটার চেষ্টা করি
তখন মা ও একটা সময় হাত ছেড়ে দিয়েছিল! একটা সময় ভয়ে
ফুপিয়ে কেঁদে উঠলাম। অত ছোট বয়সে পড়ে গেলে ব্যথা
পাওয়া যায় এটা নিশ্চয়ই বুঝতাম না। তো সেটা কিসের ভয় ছিল? আমি
জানিনা... এখনও ছোট কাউকে এভাবে কাঁদতে দেখলে আমার
মনে একই প্রশ্ন জাগে! কিন্তু উত্তরটা এখনও অজানা....
মা এক সময় দূরে গিয়ে বললো -"আয় বাবা আয়"... খুব কষ্টে
মনে হলো দৌড়ে গিয়ে না উড়ে গিয়েই মার কাছে গেলাম।
সেদিন মা ই আমাকে একা চলতে শিখিয়েছিল। মায়ের কাছে আমি
কৃতজ্ঞ...
ঠিক এতটা দিন পর কেউ যখন তোমায় বলবে _" তুমি আমার
যোগ্য না " তখন এক চিলতে মুচকি হাসি দিয়ে সরে যাওয়াই
শ্রেয়। ভুলেও কখনও তার কাছে গিয়ে কাপুরুষের মত কান্নাকাটি
করবে না। "তোমায় ছাড়া থাকতে পারব না, বাঁচবো না "... এই সমস্ত
ভুয়া কথা বলে নিজের অস্তিত্বের অপমান করো না। মা
তোমাকে চলতে শিখিয়ে দিয়েছেন। সেই সাহসটুকু সঞ্চয়
করো আর নিজের অপূর্ণতা ও অভাব পূরণের পিছনে লেগে
যাও।
দুনিয়াতে কেউই কারো উপর বিশেষভাবে নির্ভরশীল নয়। তুমি
এখানে একা এসেছো, একাই চলে যাবে। মাঝখানের কিছু সময়টা
একটা মঞ্চ নাটকের মত। যেখানে কিছুটা সময় সুখের অভিনয়,
কান্নার অভিনয় করতে হবে। অভিনয় ভাল হলে একটা হাততালি পাবে,
খারাপ হলে মানুষের গঞ্জনা সহ্য করতে হবে। তাই নিজেকে
এমনভাবে প্রস্তুত করো যেন ১জনের কাছে শুধু পছন্দনীয়
না থাকো, সে জীবন থেকে চলে গেলে যেন মনে না
হয় তোমার জীবনটাই বৃথা....

©Silent.Shakil
Read more

Is This Love ??

Just what love is deeper drop his neck ..? Just at the time katalei love is deeper? Just one soft lips and a deep love for another person who is bitten by a wild ?? . . No, beyond all this love, which is a much deeper, much pabitrayekhane there is no sordidness. . . Just seeing a man who heard the bride of her deep love for the human side hayaekata not have love for him to feel that it is much deeper. . . But they do not understand. To understand the love dissolve a healthy, beautiful to mind, with a good character batekarana sick depraved mind, to the first row of gulai understand that people love to dissolve. . . The second row is the love of their life is worthwhile, but I'm afraid that is not the goal of a thousand love match.


In Bangla....................
শুধু কি বুকে জড়িয়ে রাখলেই ভালবাসা গভীর হয়..?
শুধু কি পাশে থেকে সময় কাটালেই
ভালবাসা গভীর হয়?
শুধু কি একজনের কোমল ঠোঁটে আরেক
জনের হিংস্র কামড় কেই গভীর ভালবাসা বলে??
.
.
নাহ এসবের বাহিরেও একটা ভালবাসা থাকে যা অনেক
গভীর,অনেক পবিত্র।যেখানে নোংরামির কোন
জায়গা নেই।
.
.
একটা মানুষকে না দেখে শুধু মাত্র তার কথা শুনে তার প্রতি যেই ভালবাসা হয় সেইটাও অনেক গভীর হয়।।একটা মানুষের পাশে না থেকেও তাকে অনুভব করার মধ্যে যে ভালবাসা থাকে তাও অনেক গভীর হয়।
.
.
কিন্তু এসব সবাই বোঝে না। এই ভালবাসা গুলা বোঝার জন্য একটা সুস্থ,সুন্দর মনের মানুষ দরকার,সাথে
একটা ভাল চরিত্রও বটে।কারন অসুস্থ মনের চরিত্রহীন মানুষ গুলা ভালবাসা বলতে প্রথম সারির
কথা গুলাই বোঝে।
.
.
যারা দ্বিতীয় সারির ভালবাসা পায় তাদের
জীবন সার্থক কিন্তু আফসোস এর বিষয় হলো এমন ভালবাসা হাজারেও নয় হয়তো লক্ষে একটা মেলে।



©Silent.Shakil
Read more

Why You Become a fool ?

When all the people that will be forgotten ... that's just too easy and he needs more than "you," the man said to forget ... ... be forgotten. When involved in a relationship at the end of it all his own ... I can not ... can not be taken up. Eyes understand and do not believe anyone in his entire life up ... then you do the voice of the people ... will become his puppets ... When you feel like that, which is pleasing to be able to ... move easily hurt You can go and see the dolls ... ... just like the people, the animals, but there is no passion, but passion .. ... there is something to say. At the end of his need to be able to throw the dummy ... shaking the doll thrown into one place ... the voice of the "you" ... but I like the man himself can not be taken up ... can not be changed. ... Understand anyone does not believe his eyes opened eyes would once again take ... if you think you may need ... very good ... at first. But in the end, so that we can take back to myself ... can change yourself ... please ... do not let anyone rush through the whole life. As soon as somebody with a problem anubhutihina, Heartless Heartless as soon as the problem ... lack of people to withstand the hard feelings ... ... very, very poor. Do you have a burning man ... somebody ... somebody controlled hand-made doll toy doll one thing ... do not ... !!

In Bangla......................

সব কিছু পেয়ে গেলেই সেই মানুষ টা ঠিক ভুলে যেতে পারবে... যাকে প্রয়োজনের চেয়ে বেশি দিলে সে খুব সহজেই " তুমি " নামক মানুষটাকে ভুলে যেতে পারবে... ভুলে যাবে...
.
জীবনের সব কিছু দিলেই সমস্যা... প্রথম প্রথম এরকম টা মনে হবে সেই মানুষটা সত্যি খুব ভালোবাসে... কিন্তু মানুষের মন বড্ড আজব... ভুলে ফেলতে বেশি সময় লাগে না... একা থাকা যায়...
.
রিলেশনে জড়িয়ে নিজের পুরোটা দিলেই শেষে নিজেকে গুছিয়ে নেয়া যায় না... সম্ভব না... 
.
চোখ বুঝে বিশ্বাস করে কাউকে নিজের পুরোটা জীবন তুলে দিয়ো না... তখন তুমি আর মানুষ রবে না... তার হাতের পুতুল হয়ে যাবে... যখন তখন তোমাকে যা ইচ্ছে, যা খুশি করে ফেলতে পারবে... খুব সহজেই আঘাত দিয়ে সরে যেতে পারবে... পুতুল টা দেখতে ও ঠিক মানুষের মতো... কিন্তু তার নেই কোন আবেগ.. কিন্তু মানুষ নামক প্রাণীর আবেগ বলতে কিছু একটা আছে...
.
তার প্রয়োজন শেষে পুতুলটাকে ছুড়ে ফেলে দিতে পারবে... সেই ছুড়ে ফেলা পুতুলটা দুমড়ে গিয়ে কোন এক জায়গায় পড়ে রবে... ঠিক " তুমি " নামক মানুষটার মতো... তখন আর নিজেকে গুছিয়ে নেয়া যাবে না...পাল্টে ফেলা যাবে না...
.
কাউকে চোখ বুঝে বিশ্বাস না করে চোখ দুটো খুলে একবার ভেবে নিয়ো... আরো একবার ভেবে নাও... প্রথমে খুব ভালো লাগতে পারে...
.
কিন্তু শেষে যাতে নিজেকে ফিরিয়ে নেয়া যায়... নিজেকে বদলে ফেলা যায়... দয়া করে কাউকে হুট করে পুরোটা জীবন দিয়ে দিয়ো না...
.
কারো আঘাতে অনুভূতিহীনা হলেই সমস্যা, হৃদয়হীনা হলেই সমস্যা... হৃদয়হীনার মতো কষ্টের অনুভূতি সহ্য করার মতো মানুষের অভাব...খুব খুব অভাব...
.
তুমি একটা জলন্ত মানুষ... কারো হাতের বানানো পুতুল না... কারো নিয়ন্ত্রিত পুতুল না...কারো খেলনার জিনিস না... !!

©Silent.Shakil
Read more

✎ ‪" কাকে বিয়ে করবেন‬ ? -- Who will you Marry? "

5 per cent of the girls found 
not to be, the wedding night, 
her husband's chest and 
put a hand on her husband, and the word 
is 
that it will be able to say, I 
give you the 
(chastity) gave gifts to the youth today, 
the (satitbe) tall youth 
in 
lagenai spots. 

I have a body, today 
gave a gift, dehate the past 
life of any man's hand after 
lagenai. 
Man state! 
The game is practice match before the wedding! 
However, thousands of men are! English society and forgive all men! 
And bhaisaba, here you can get to God will not forgive! 
However, there is nothing to fear apani Just as your life partner, and just so happens! He is never beinasapha apani unrepeatable daughter and your husband are not pout, the Haji Sahib happens! 
Are you in school / college / varsity life and your wife's playboy sbadhi chaste virgin woman can not bear it! 
Yes, however, if two of them, knowing everything is to be married! 
Without knowing each other to marry, and she would say, "I give you good thought," It's not because Allah was giving 
Surah An-Nur of the 
03 numbers 
in the verse: "The adulterer 
byabhicarini and pagan woman 
married, and the adulteress the 
adulterer and the polytheistic men 
to marry. . they are forbidden to the believers. " 
So no doubt the character of the 
protagonist, as he was 
the life of mankind 
as a company to be able to .. 
there is nothing to doubt ..

In Bangla..........................

শতকরা ৫ জন মেয়ে খুঁজে পাওয়া
যাবে না, যারা বাসর রাত্রে
স্বামীর বুকে
হাত রেখে এই কথাটি স্বামীকে
সত্যি
করে বলতে পারবে যে, আমি
তোমাকে সেই
(সতীত্ব) যৌবন আজ উপহার দিলাম,
যেই (সতীত্বে) যৌবনে কলংকের
কোনো
দাগ লাগেনাই।
.
আমি তোমাকে এমন একটি দেহ আজ
উপহার দিলাম, যেই দেহতে অতীত
জীবনে কোনো পর পুরুষের হাত
লাগেনাই।
পুরুষের অবস্থাও তাই!
practice match খেলা হয়ে যায় বিয়ের আগেই!
হাজার হোক পুরুষতো! বাঙ্গালী সমাজে আবার পুরুষের সব কিছু মাফ!
ও ভাইসাব , এখানে মাফ পেতে পারেন আল্লাহর কাছে পাবেন না!
তবে ভয়ের কিছু নেই ..আপনি ঠিক যেরকম আপনার life partner ও ঠিক তাই ই হবে! আল্লাহ কখনোই বেইনসাফ নন ..আপনি অসতী মেয়ে আর আপনার স্বামীটি পুত পবিত্র হাজী সাহেব এমনটা কখনোই নয়!
আপনি school /college /varsity life এর playboy আর আপনার স্ত্রী সতী স্বাধী কুমারী রমনী এটা কখনোই সম্ভব নয়!
হ্যাঁ তবে সবকিছু জেনে শুনে নিয়ে দুজন যদি দুজনকে বিয়ে করেন সেটা ভিন্ন কথা!
না জেনে দুজন দুজনকে বিয়ে করছেন আর বিয়ের পর বলবেন "আমিতো তোমাকে ভালো ভাবছিলাম " এটা হবেনা কেননা আল্লাহ তায়ালা বলেই দিচ্ছেন
সূরা আন-নূর এর
০৩নাম্বার
আয়াতে 'ব্যভিচারী পুরুষ কেবল
ব্যভিচারীনী এবং মুশরিকা নারীকেই
বিয়ে করে এবং ব্যভিচারিণীকে কেবল
ব্যভিচারী এবং মুশরিক পুরুষই
বিয়ে করে.. এদেরকে মুমিনদের জন্য হারাম করা হয়েছে. "
সুতরাং নিঃসন্দেহে যার চরিত্র
যেমন সে তেমন চরিত্রের
মানুষকেই জীবন
সাথী হিসেবে পাবে..
সন্দেহে থাকার কিছুই নেই ..
post : Silent.Shakil


©Silent.Shakil
Read more

"নীরব ভালোবাসা" --- A Silent Love Story"


 It's no one in the middle of the countrySilent love story of a boy and a girl ribarera. The boy refused to accept the traditional rules of her family. Naturally, the girl's family tried to convince her that the boy does not have much of a Bright Future, with her child
Mparka anything more than foolish not to keep. 

One day, the boy told the girl's family under pressure, "How deep is your love for me? You do something at least. Moreover, our relationship will not accept one." He did not find an answer. He is silent. She became angry and left. Still, he was a dreamer who dreams of the future, as some anjanada's Song, "the white-black janjale town filled with false words, your red-blue-my family." 

One day he decided to go abroad for higher-Studies. The moment before the girl says, "I may be very proficient in words, but I know that I love you so much. However, if you want your marriage to my family once I can see that. You have to spend forever with me are you willing? " 

She refuses to see his son-determination is firm. He explained to the girl's family had been agreed. Then they became engaged, and it was decided that the boy has been established, then returned home to be married. Then he goes out of the country. 

She started the job in an office. Meanwhile, the boy out of the country is busy with his research-work. Amid hundreds of phone and e-mail, but they love their sense of sharing as much as possible. 

One day she was in the office on his way to road-accident. He sees to sense that he understands that he is seriously injured and admitted to hospital. She sees her parents next to the bed. His mother continues to cry when she realized that it was understood that he has done away with his speech. According to the doctor, she described her life as the brain is silent. 

Once she came home to recover a bit. Meanwhile, he continued to call him several times but she did not have anything to say dumb. One day she left with a decision. Non-life conversations with the boy, and he does not want to get involved. 
As a result, she wrote in her letter is a lie that one day he will not be able to wait for the boy. She then sent a letter addressed to his son enajejamenta ring. Boy girl thousands of e-mail but no reply was that he did not. He received hundreds of phone calls, but she did not have no choice but to cry silently. 

One day, her family move to a new environment, and any other area, so she decided to have a little bit of this and is happy duhsmrti forgotten. 

She's the new environment, "Sign-Language" learn and start a new life. One day a couple of years later, one of her friends come up here and say that the girl he has been back in the country. She's his girlfriend at his request so that he may not know about this condition. A few days later she went to the girlfriend. 

One day, after more than a year to bring her girlfriend to her an invitation card. She opened the card to see that it's the boy's wedding invitation card. She was surprised to see his own name in place of the bride. She will want to know anything about this to his friend that he could see the boy standing in front of him. He then "Sign Language" to use her, "I've spent a year's time to learn sign language. Just to let you know that I've not forgotten our promise. Let me have the chance to be your voice. I Love You. " So he gives back the engagement ring to her lecture. A few years later, she got up laughing again. This is a silent love, silent smile.


posted by: I would like to pray?








In Bangla.....................
এটা একটা বাংলাদেশের কোন এক মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে ও একটি মেয়ের নীরব প্রেমের গল্প। মেয়ের পরিবার চিরাচরিত নিয়মে ছেলেটাকে গ্রহন করতে অস্বীকৃতি জানায়। স্বাভাবিকভাবেই মেয়ের পরিবার মেয়েটাকে বুঝানোর চেষ্টা করে যে ছেলেটার খুব একটা ব্রাইট ফিউচার নেই, তার সাথে স
ম্পর্ক রাখাটা বোকামি ছাড়া আর কিছু না।

পরিবারের চাপে পড়ে একদিন মেয়েটা ছেলেটাকে বলে, "আমার প্রতি তোমার ভালোবাসা কতটা গভীর? তুমি একটা কিছু অন্তত করো। তাছাড়া আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না।" ছেলেটা কোন উত্তর খুঁজে পায় না। সে চুপ করে থাকে। মেয়েটা রাগ হয়ে চলে যায়। তারপরেও স্বপ্নবিলাসী ছেলেটা তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখে, কিছুটা অন্জন'দা এর গানের মতো, "সাদা-কালো এই জন্জালে ভরা মিথ্যে কথার শহরে, তোমার-আমার লাল-নীল সংসার।"

ছেলেটা একদিন হায়ার-স্টাডিসের জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগ-মুহূর্তে সে মেয়েটাকে বলে, "আমি হয়তো কথায় খুব একটা পারদর্শী না, কিন্তু আমি জানি যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপরেও তুমি যদি চাও, তোমার-আমার বিয়ের কথা আমি তোমার পরিবারকে একবার বলে দেখতে পারি। তুমি কি আমার সাথে সারাজীবন কাটাতে রাজি আছ?" 

মেয়েটা ছেলের দৃঢ়-সংকল্প দেখে রাজি হয়। ছেলেটা মেয়ের পরিবারকে অনেক বুঝিয়ে রাজি করে ফেলে। তারপর তাদের এনগেজমেন্ট হয়ে যায় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে ছেলে প্রতিষ্ঠিত হয়ে দেশে ফিরলে তারপর তাদের বিয়ে হবে। এরপর ছেলেটা চলে যায় দেশের বাইরে।

মেয়েটা একটা অফিসে জব করা শুরু করে দেয়। এদিকে ছেলেটাও তার রিসার্চ-ওয়ার্ক নিয়ে দেশের বাইরে ব্যস্ত। তারপরেও তারা শত ব্যস্ততার মাঝেও ফোন আর ই-মেইলের মাধ্যমে তাদের ভালোবাসার অনুভূতি যতটা সম্ভব আদান-প্রদান করে।

একদিন মেয়েটা অফিসে যাওয়ার পথে রোড-অ্যাক্সিডেন্ট করে। সেন্স ফিরে সে দেখতে পায় যে সে হাসপাতালে ভর্তি এবং বুঝতে পারে যে সে মারাত্মকভাবে আহত। তার বাবা-মাকে বিছানার পাশে দেখতে পায় সে। তার মা কান্না করতেছে তা বুঝতে পেরে যখন মেয়েটা কথা বলতে যায় তখন সে বুঝতে পারে যে তার বাকশক্তি লোপ পেয়েছে। ডাক্তারের ভাষ্যমতে মেয়েটা তার ব্রেনে আঘাত পাওয়ায় আজীবনের মতো বোবা হয়ে গেছে।

একসময় মেয়েটা খানিকটা সুস্থ হয়ে বাসায় চলে আসে। এদিকে ছেলেটা তাকে বার বার ফোন করতে থাকে কিন্তু মেয়েটা বোবা বলে তার করার কিছুই থাকে না। মেয়েটা একদিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে তার কথোপোকথন-হীন এই জীবনের সাথে ছেলেটাকে আর জড়াতে চায় না। 
তার ফলশ্রুতিতে সে একদিন একটা মিথ্যা চিঠিতে লেখে যে সে আর ছেলেটার জন্য অপেক্ষা করতে পারবে না। তারপর মেয়েটা চিঠির সাথে তার এনজেজমেন্ট রিং ছেলেটার ঠিকানায় পাঠিয়ে দেয়। ছেলেটা মেয়েটাকে হাজার-হাজার ই-মেইল করে কিন্তু তার কোন রিপ্লাই সে পায় না। ছেলেটা শত-শত বার ফোন করে কিন্তু মেয়েটার ফোন রিসিভ না করে নীরবে কান্না করা ছাড়া আর কোন উপায় থাকে না।

একদিন মেয়েটার পরিবার বাসা বদল করে অন্য কোন এলাকায় নতুন কোন একটা পরিবেশে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে করে মেয়েটা কিছুটা হলেও এই দুঃস্মৃতী ভূলে যায় এবং সুখে থাকে। 

নতুন পরিবেশে মেয়েটা "সাইন-ল্যাংগুয়েজ" শেখে এবং নতুন জীবন শুরু করে। বছর দুয়েক পর একদিন মেয়েটার এক বান্ধবী এখানে চলে আসে এবং মেয়েটাকে বলে যে ছেলেটা দেশে ব্যাক করেছে। মেয়েটা তার বান্ধবীকে রিকুয়েস্ট করে যাতে ছেলেটা কোনভাবেই যেন তার এই অবস্থার কথা জানতে না পারে। তারপর কয়েকদিন পর মেয়েটার বান্ধবী চলে যায়। 

আরো এক বছর পর আবার একদিন মেয়েটার বান্ধবী মেয়েটার কাছে একটা ইনভাইটেশন কার্ড নিয়ে চলে আসে। মেয়েটা কার্ড খুলে দেখতে পায় যে এটা ছেলেটার বিয়ের ইনভাইটেশন কার্ড। মেয়েটা অবাক হয়ে যায় যখন পাত্রীর জায়গায় তার নিজের নাম দেখতে পায়। মেয়েটা যখন তার বান্ধবীর কাছে এ সম্পর্কে কিছু জানতে চাইবে তখন সে দেখতে পায় যে ছেলেটা তার সামনে দাঁড়িয়ে। ছেলেটা তখন "সাইন ল্যাংগুয়েজ" ব্যবহার করে মেয়েটাকে বলে, "আমি একটি বছর সময় সাইন ভাষা শিখতে অতিবাহিত করেছি. শুধু আপনি কি জানেন যে আমি আমাদের প্রতিশ্রুতি বিস্মৃত না করে থাকেন যাক. আমাকে তোমার কন্ঠ হতে সুযোগ আছে. আমি তোমায় ভালোবাসি." এই বলে ছেলেটা আবার সেই এনগেজমেন্ট রিং মেয়েটাকে পড়িয়ে দেয়। কয়েক বছর পর মেয়েটা আবার হেসে উঠে। এ যেন এক নীরব ভালোবাসার নীরব হাসি।


posted by:  চাই তোমায় প্রার্থনায় ?


©Silent.Shakil
Read more
Date: Time:Browser Info: Your Public Ip:

Disqus Shortname

Random Posts


Date:


Month:


Year:






Time since your birth:


In Months:


In Days:


In Hours:


In Minutes:


Your Next Birthday:





Recent Posts